Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

০২নং পাঁচগাছিয়া ইউনিয়ন ফেনী সদর উপজেলার শহরতলী ইউনিয়ন।

 

ভৌগোলিক অবস্থান

ফেনী -নোয়াখালী মহা সড়ক বয়ে গেছে পাঁচগাছিয়া ইউনিয়নের মাঝখানে । উত্তরে ঢাকা -চট্টগ্রাম মহা সড়ক । উত্তর-পশ্চিম এ শর্শদি ইউনিয়ন, দক্ষিণ -পশ্চিমে অবস্থিত জয়লস্কর ইউনিয়ন, দক্ষিণ পূর্বে বালিগাওঁ ইউনিয়ন অবস্থিত ।সড়ক ধরে পূর্বে মহা সড়কের মিলনমেলা মহিপাল গোলচত্বর যার অবস্থান পৌরসভার মধ্যে ।

 


(ক) নাম: ০২নং পাঁচগাছিয়াইউনিয়ন পরিষদ

(খ) আয়তন: ২০১৫ হেক্টর

(গ) লোক সংখ্যা: ৫২,৬৭৮ জন,

(ঘ) গ্রামের সংখ্যা: ১৮টি

(ঙ) মৌজার সংখ্যা : ১৮টি

(চ) হাট বাজার সংখ্যা: ০২ টি

(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: রিক্সা ও সিএনজি

 

 

(জ) শিক্ষার হার: ১০০%

 

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি এই ইউনিয়নের শিক্ষার হার শতভাগ। এ এলাকার স্বনামধন্য ও প্রাচীনতম উচ্চ বিদ্যালয় হল পাঁচগাছিয়া এ জেড খান উচ্চ বিদ্যালয়। যেটিতে সাম্প্রতিক সময়ে কলেজ শাখাও চালু হয়েছে।

 

 

(১) সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৯টি

 

 (২) বে-সরকারী রেজি: প্রা: বিদ্যালয়: ৬ টি

 

(ঝ) নব গঠিত পরিষদের বিবরণ :

          শপথ গ্রহনের তারিখ : ০৫/০৬/২০১৬ইং।

          প্রথম সভার তারিখ : ২৫/০৮/২০১৬ইং।

মেয়াদ উত্তীর্ণের তারিখ : ২৫/০৮/২১ইং।

বিঃদ্রঃ আনোয়ার হোসেন মানিক ১৪ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

(ঞ) গ্রাম সমূহের নাম :

 

বাথানীয়া                পাঁচগাছিয়া              পশ্চিম বিজয় সিংহ          

মাথিয়ারা                নগরকান্দি              রতনপুর

বিরলী               লক্ষীয়ারা                ডমুরুয়া

কাশিমপুর       ইলাশপুর        বগইড়

ছোট ধলিয়া     এলাহীগঞ্জ       ভগবানপুর

উজালিয়া       তেমুয়ানী       ভাস্কর

 

(ট) ইউনিয়ন পরিষদের জনবল :

          ১। নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।

          ২। ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।

          ৩। ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯ জন।

 

ব্যক্তিত্বঃ

 

  • সফিউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত
  • বদিউর রহমান, সাবেক সচিব
  • মোছলেউদ্দিন, চেয়ারম্যান, পাটকল অধিদপ্তর
  • কাজী কিবরিয়া, চিত্রশিল্পী
  • সুমাইয়া আন্দালিব কাজী

 

উদ্যোক্তা- ২ জন

 

১। মোঃ আলী ইমরান

২। আবিদা সুলতানা

 

01813-842020