Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিএডিসি খামার ( নারিকেল বাগান)
Location
পাঁচগাছিয়া হাই স্কুল সংলগ্ন
Transportation
মহিপাল চৌরাস্তা হতে পশ্চিম দিকে পাঁচগাছিয়া রোডে 2/1 কিঃমি। রিক্সা ভাড়া দশ টাকা।
Details

http://uiscbd.ning.com/profiles/blogs/5681065:BlogPost:2403110

 

দু পা এগুলে এক টুকরো অরণ্য:

♣ নারিকেল বীজ বাগান কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্য শস্য উইং কর্তৃক পরিচালিত একটি হর্টিকালচার সেন্টার। 

♣ ♣ সবুজের সমারোহে শান্ত, ছায়াঘেরা আম, জাম, লিচু, আমলকী, হাজার হাজার সুপারী ও নারিকেল গাছের বিশাল সমৃদ্ধ বাগানের অনন্য স্নিগ্ধ পরিবেশে মুগ্ধ হয়ে যাবেন যে কেউ।

 

♣ ♣ ♣ এক কথায় বৃহত্তর নোয়াখালীর বীজ ভান্ডার ফেনী হর্টিকালচার সেন্টার। ফুল, ফল, সব্জি আর শস্য বলতে যা বোঝায়-তার সবই রয়েছে এখানে। ভেতরে বাঁ দিকে হাজার হাজার নারকেল আর সুপারী গাছ। ভেতরে দক্ষিণ দিকটায় নানারকম ফুল, ফল, সব্জি আর শস্যের বেড বা বিছানা। রয়েছে ফলের চারা, ফলের কলম, মসলা চারা, বনজ চারা, সবজি চারা (শীতকালীন, গ্রীষ্মকালীন), ঔষধী চারা, নারকেল, সুপারী, শোভাবর্ধনকারী বৃক্ষ ও ফুলের চারা অগনিত সমাহার। শুধু বাংলাদেশের উদ্ভিদই নয়, আছে বিদেশী বহু জাতের ফুল, ফল, সব্জি। এখানে চলছে চারা উৎপাদন, পরীক্ষা-নীরিক্ষা, গবেষণা। এখানকার কর্মকর্তারা প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য নিরলস গবেষণা করে চলেছেন। এখানে কৃষকদের হাতে কলমে বিভিন্ন কলম তৈরীর পাশাপাশি বিভিন্ন ধানের আপদকালীন বীজতলা, ভিনিয়ার কলম তৈরী পদ্ধতি, গুটি কলম তৈরীর পদ্ধতি, নাশপাতি গাছে গুটি কলম, শীতাকে মাশরুম চাষ পদ্ধতি, ড্রাগন গাছের ফুল ও চাষ পদ্ধতি শেখানোর পাশাপাশি কৃষকদের সবরকমের সহায়তা, সাহায্য ও পরামর্শ দিচ্ছেন। ফেনী হর্টিকালচার সেন্টার বা ফেনী বীজ উৎপাদন খামার ঘুরে দেখতে ভীড় জমান বিভিন্ন এলাকার চাষী ও প্রকৃতি প্রেমী দর্শনার্থীরাও। অনেকেই আসেন এখানকার তৈরী বীজ সংগ্রহের জন্য। পাশেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) খামার। চলছে নানা জাতের ধান নিয়ে গবেষণায় ব্যস্ত সেখানকার কৃষিবিদরা।

 

♣ ♣  ♣  ♣ অল্প দামে পেতে পারেন সবঃ   যে কেউ এখান থেকে অল্পমুল্যে যেকোন বীজ সংগ্রহ করতে পারেন। এখানে স্বল্পদামে ফল, ফুল, ধান ও সবজির চারা কিনতে পারা যায়।